শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৪

রেজাউল করিম রনিঃগোলাপ সন্ত্রাস—রায়ান নূর

"গোলাপ সন্ত্রাস" নামটা শুনলেই কেমন একটা প্রশ্ন দানা বাঁধে মনে ৷ স্বপ্ন নয় সত্যি এটা একটা কাব্যগ্রন্থ ৷ কবি রেজাউল করিম রনি রচিত এই কাব্যে মোট আটান্নটি কবিতা আছে বিভিন্ন সাধের ৷ সকলেই কবিতার বিভিন্ন রস উপভোগ করেছেন কিন্তু এই কাব্যের রস স্বতন্ত্র এবং আলাদা ছাঁচে তৈরি পাঠকগন না পড়লে হয়ত বুঝবেন না ৷ সমালোচনার খাতিরে নয় বরং আলোচনার তাগিদে ৷ শব্দের অপভ্রংশও কতটা সুখকর তার নিদর্শন এই কবিতাগুলি ৷কাব্যের অনেক কবিতায় নজর বুলিয়েছি যা কিছুটা মন কাড়ার মত ৷

আসমান ধরে টানাটানি করে
পাটখড়ির শাশুড়ি,মিহি সাপ তোলে ফুঁস-ফনা ৷
আবার,

আকাশের চেয়ে অনেক বিরাট আকাশ
—এই রিদয়ের মনোভূমি ৷
ঘাসের বুকে পৃথিবী হয়ে—জীবন
মুছে দেয় চাঁদের কলঙ্কজমি ৷

এমনই আরো অনেক কবিতা নজর কাড়ার মত ৷ পাঠক সংখ্যা সে বিবেচনায় আলোচনার বাইরে ৷ দ্বিতীয় দশকে এ যেন আরেক নতুন সংস্করণ ৷ কবিতার ভাবগুলো মহাকাব্যের ঢং এ স্বর্গ মর্তও পাতাল ব্যাপি বিচরণ করছে ৷গ্রাম্য নষ্টালজিয়া অনুভূতিগুলো নতুন সুরে জাগ্রত করে এই কবিতা গুলো

সূর্য ওঠে প্রতিদিন,বাঁশবাগানের আঁড়ে,কড়ুই গাছের ফাঁকে
বরিল বিলের বাঁকের বাতর ঘেষে
সূর্য ওঠে আমাদের বাঁশঝাড়ের বকের বাসায় পাশ ঘেঁষে ৷

কবিতাপ্রেমীদের কাছে এই কাব্য চোখ ধাধানো রঙে আবির্ভূত হবে ৷ বইটি পাওয়া যাচ্ছে একুশে বইমেলার "আদর্শ "স্টলে ৷ মূল্য—150 টাকা ৷