শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৪

জগলুল হায়দারঃ হাউ মেনি পেডি টু হাউ মেনি রাইস—রায়ান নূর

বাংলাদেশের ছড়ার যাদুকর ও বিজ্ঞান ছড়ার জনক জগলুল হায়দারের সমকালীন একটি ছড়ার বই আজ প্রকাশ হয়েছে যার নাম"হাউ মেনি পেডি টু হাউ মেনি রাইস'। এটি আমাদের লোক সমাজে প্রচলিত একটি বাক্যবন্ধ যার বাংলা ভাষান্তর করলে দাঁড়ায় "কত ধানে কত চাল"৷ বইটা বইমেলায় আসার আগেই আমার হাতে এসেছে তাই অনুভূতিটা একটু অন্যরকম অর্থাৎ এই বইয়ের প্রথম পাঠক আমি ৷এই বইয়ের অন্তর্ভুক্ত ছড়া গুলো হচ্ছে;←দলীয়করণ←ছাগলশুমারী←ফেল←জোড়াতালির রাশিফল←হাউ মেনি পেডি টু হাউ মেনি রাইস←আমার সোনার বাংলা←দৌড়←খবরদারী←নিয়মের ব্যাকরণ←সর্বদল←টক টক টক্কর←বুনো মুনো←জিনিস←গদির গান←পাওয়ার←বাংলা ছাড়ো←থ্রিজি←সময়ের ধ্বনি← চাপা←সূর্য যদি←আর করো না←হিসাব করে←পূর্বপশ্চিম←ফাল মারে←ধ্বস←ঘুরে ফিরে←সাটেলাইট অপঃকালচার←রোদ হেসেছে←থামান←তিন পথ←শেষমেষ←নাভিশ্বাস←সুন্দরবন সুন্দর বোন←রাজশিশু←জ্যাম←হচ্ছে কি সব←লানৎ←নিষ্ফলা সহ চল্লিশটি ছড়া রয়েছে ৷ জগলুল হায়দার এর ছড়া মানেই ধুন্ধুমার কাণ্ড। এক আশ্চর্য আকর্ষণ। তাই সব কয়টি ছড়া একরাতেই পড়ে শেষ করেছি ৷ সবগুলো ছড়া একেক রকম ভাব ভঙ্গিমায় এক কথায় অসাধারণ ৷ একবার পড়লেই তার তাল মনে যেন নিমিষে গেঁথে যায় ৷ তার কয়েকটি লাইন যেমন—

স্যাট চ্যানেলে প্যাট দেখা যায়
কাজল জুহি আলিশার
সবই চলে রসাতলে
টিভি দেখাই খালি সার!

আবার,

মন্ত্রী ডেকে রাজা হাঁকেন
নোটিশ দিয়ে বলিও—
এখন থেকে প্রশাসনে
সবাই হবেন দলীয় ৷

টার্মিনাল আর হলের পর
দখল হবে গলিও
দলের নামেই চাঁদ উঠবে
ফুটবে ফুলের কলিও ৷

পাঠকদের আরেকটি সুখবর যেটা হল,বিখ্যাত ছাগলশুমারী ছড়াটাও এই বইয়ে থাকছে ৷ বইটি যদি কেউ না পড়েন তবে অনেক মিস করবেন এক আশ্চর্যকর অনুভূতি থেকে কেননা এটি এবারের মেলার ব্যতিক্রমধর্মী ছড়ার বই ৷বইটি প্রকাশ করেছে "উদাহরণ প্রকাশন"৷ বইটি পাওয়া যাবে একুশে বইমেলায় অঙ্কুর প্রকাশনীর স্টলে (৩১১-৩১৩) ৷মূল্যঃ100 টাকা